Anti-Ulcerant Drug

Anti- Ulcerant

পাকস্থলীতে থাকা প্যারাইটাল কোষের এসিড সিক্রেশন বন্ধ করে দেয়। 
অথবা বলা যায় Proton Pump Inhibitor এসিড সিক্রেশন বন্ধ করে দেয়। 

Hydrochloric Acid এর পরিমাণ Neutralize করে।প্রায় দুই ঘন্টা ধরে কাজ করে থাকে। অল্প সময় ধরে কাজ করতে পারে। ছোটখাটো সমস্যা এটি ব্যবহার করা যেতে পারে। যেমন সন্ধ্যার পরে গ্যাস এবং এসিডির পরিমাণ বেড়ে গেলে।
খাবার নিয়মঃ খাবার আগে এবং পরে দুই সময়ই খাওয়া যায় তবে খাওয়ার পরে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। 
Famotidine:পাকস্থলীতে থাকা প্যারাইটাল কোষের এসিড সিক্রেশন বন্ধ করে দেয়। 
H2 Receptor কে বন্ধ করে। এটি শুধুমাত্র একটি রিসিপ্ট কাউকে বন্ধ করে দেয় যার কারনে খুব বেশি এসিড সিক্রেশন কমাতে পারেনা কারো যদি সন্ধ্যার পরে জ্বালাপোড়া এসিডিটির পরে আমার বেড়ে যায় তাহলে শ্যামটি দিন দেওয়া যেতে পারে। 
সাইড ইফেক্ট কম খাবার আগে এবং পরে দুই সময় খাওয়া যেতে পারে তবে খাওয়ার পরে খাওয়াটা উত্তম। 

Proton Pump Inhibitor (PPI): PPI কে ৬ টি ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
Omeprazole
Esomeprazole
Pantoprazole
Lansoprazole
Dexlansoprazole
Rabeprazole
কোন সমস্যার কারণে এসিডিটির সমস্যা হয়েছে তা আগে Identity করতে হবে। তারপর সেই অনুযায়ী রোগীকে ঔষধ দিতে হবে। 

Bioavailability: ওষুধ মুখে খেলে যে পরিমাণ রক্তে পৌঁছায় তাকে Bioavailability বলে। 
Half Life: ওষুধের 100% থেকে 50% রক্ত হতে কমে যেতে যে সময় লাগে তাকে Half Life বলে।
Fenal : ওষুধটা মূত্রের মাধ্যমে বের হয়।
Fecal: ওষুধটা মলের মাধ্যমে বের হয়।
কারো যদি কিডনিতে সমস্যা হয়ে থাকে সে ক্ষেত্রে ফ্যাকাল্ট টা দিতে হবে। 
Side Effect
* Vitamins B12 শরীরে properly কাজ করতে পারে না।
* হাড়ের সমস্যা দেখা দেয়।

Comments

Popular posts from this blog

♦♦...গুরুত্বপূর্ণ Site...♦♦

AI Website

Android Apps-2024