125 Golden Rule Forex
১. একাউন্টকে প্যারালাইসিস করার আগে এনালাইসিস করে ট্রেড করুন ।
২. মানি ম্যানেজমেন্ট / রিস্ক ম্যানেজমেন্ট ফরেক্স এর মেরুদন্ড । তাই অবশ্যই এটা ফলো করে ট্রেড করুন ।৩. রিস্ক/ রেওয়ার্ড রেশিও হিসাব করে ট্রেড করুন ।
৪. এসএল এবং টিপি ছাড়া কোনক্রমেই ট্রেড করবেন না ।
৫. জ্ঞানের পিছনে ছুটুন... অভিজ্ঞতার পিছনে ছুটুন... লক্ষ্যে একাগ্র থাকুন... ডলার আপনার পিছনেই ছুট
৬. একাউন্টে ব্যালেন্স বাড়ানোর আগে নিজের মধ্যে ব্যালেন্স/ অভিজ্ঞতা সঞ্চয় করুন।
৭. রিয়াল একাউন্টের পাশাপাশি ডেমো একাউন্ট অনুশীলন বন্ধ করবেন না। তা ধারাবাহিকতা রাখুন ।
৮. ভালোভাবে অনুশীলন আর অনুশীলন করুন। আগে প্রশিক্ষণ নিন তারপর অনুশীলন করুন।
৯. ভালো সিগন্যাল না পাওয়া পর্যন্ত ট্রেড নিবেন না ।
১০. সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স না মেনে ট্রেড করবেন না।
১১. ট্রেন্ড ইজ ফ্রেন্ড । তাই ট্রেন্ড না বুঝে না চিনে ট্রেড করবেন না।
১২. ট্রেন্ড রিভার্সাল সনাক্ত করা শিখুন । ১৩. বিশ্বস্ত ব্রোকারে রিয়েল একাউন্ট খুলুন । আমার মতে একটি ব্রোকারের কমপক্ষে ১৫টি গুণ থাকতে হবে।
১৪. রিয়েল একাউন্ট খুলে সেন্ট একাউন্ট অথবা ক্ষুদ্র ভাবে শুরু করুন
১৫. ডিপোজিট বাড়াতে চাইলে ধীরে ধীরে ডিপোজিট বাড়ান ।
১৬. ইন্ডিকেটর এর উপর ১০০% বিশ্বাস করবেন না।
১৭. ফরেক্স নিয়ে জুয়া খেলবেন না ।
১৮. কম ডিপোজিট করেই বেশী লাভের আশা করবেন না। একদিনেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না ।
১৯. একটি ট্রেডে ব্যালেন্স-এর ১%-২% এর বেশী রিস্ক নিবেন না। অভার রিস্ক করবেন না। |
২০. ট্রেন্ড ফলোয়িং ও ট্রেন্ড রিভার্সেলের উপর বেস করে ট্রেডিং সিস্টেম ডেভেলপ করুন।
২১. আপনি একটি স্ট্রাটেজিতে এক্সপার্ট হউন। সেই স্ট্রাটেজিতে ডেমো অনুশীলন করুন বা টেস্ট করুন । আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি কোন ধরনের ট্রেডার হবেন। অর্থাৎ, স্ক্যাল্পার, নিউজ ট্রেডার না লং ট্রেডার
২৩. প্রথমে লং ট্রে করা শিখুন।
২৪. প্রথমে স্ক্যাল্পিং করবেন না। কারণ স্ক্যাল্পিং শিখতে গেলে কমপক্ষে ২ বৎসর ফরেক্সে অভিজ্ঞতা সঞ্চয় করুন ।
২৫. নির্দিষ্ট এসএল ও টিপি এনালাইসিস করে দিন । তা বার বার সরাবেন না।
২৬. লক্ষ্যে থাকুন টিপি হিট করার আগে ট্রেড ক্লোজ করবেন না।
২৭. ভুল ট্রেড তৎক্ষণাৎ কেটে দিন। যদি তা ট্রেন্ডের বিপরীতে হয়।
২৮. কম লিভারেজে ট্রেড করুন । ডেমোতেও কম লিভারেজে অনুশীলন করুন।
২৯. ট্রেন্ডের বিপরীতে ছোট প্রফিটের আশায় ট্রেড করবেন না।
৩০. দিনের শুরুতে ইকোনমিক ক্যালেন্ডার দেখে নিন । Forex Learn BD
৩১. অভিজ্ঞ না হলে নিউজের সময় ট্রেড করবেন না।
৩২. বিভিন্ন ফরেক্স সাইটে প্রবন্ধ/নিবন্ধ/ এনালাইসিস পড়ুন ।
৩৩. নিউজ ইফেক্ট শেষ হলে ট্রেড করতে পারেন।
৩৪. কোন সময় ট্রেডিং করবেন তা নির্দিষ্ট করুন বা পরিকল্পনা করুন । ।
৩৫. ফরেক্স রুলস ও ডিসিপ্লিন মেনে চলুন
৩৬. ওভারট্রেড করবেনা।
৩৭. রিস্ক রেওয়ার্ড রেশিও ১:২ এর নীচে ট্রেড করবেন না।
৩৮. রিস্ক রেওয়ার্ড রেশিও ১:২ থেকে ১:১০ অনুশীলন করুন ।
৩৯. ফরেক্সে নতুন হলে শুধুমাত্র একটি (EURUSD) পেয়ারে ট্রেড করুন ।
৪০. অভিজ্ঞ হলে ও সিগন্যাল পেলে অন্যান্য পেয়ারে ট্রেড করুন ।
৪১. কো-রিলেশন পেয়ার জানুন, শিখুন ও মেনে চলুন ।
৪২. ইমোশনাল বা আবেগের বশবর্তী হয়ে ট্রেড করবেন না।
৪৩. সাইকোলজিক্যাল প্রব্লেম চিহ্নিত করুন এবং তা পরিহার করুন।
৪৪. ওভার শিওর বা কনফিডেন্স হয়ে ট্রেড করবেন না ।
৪৫. এসএল হিট করলে তা মেনে নিন এবং এর কারণ চিহ্নিত করুন ।
৪৬. ট্রেডিং টেবিল লিস্ট তৈরি করুন ও মেনে চলুন ।
৪৭. জীবনে কোন কিছুই ১০০% না, তাই ফরেক্সও এর ব্যতিক্রম নয় ।
৪৮. ফরেক্স-এ আগে প্রফেশনাল হউন তারপর টাকা বানাতে পারবেন ।
৪৯. ব্যাঙ ও বিচ্ছুর বৈশিষ্ট্য বাদ দিন । ৫০. ফরেক্স-এ লসের প্রধান কারণ লোভ । তাই লোভ করবেন না।
৫১. ফরেক্স-এর মূলমন্ত্র হলো- টিকে থাকা ও লেগে থাকা । তাই এখানে কমপক্ষে ২ বৎসর টিকে ও লেগে থাকুন।
৫২. যাদের ধৈর্য কম তারা ফরেক্সে আসবেন না। ফরেক্স এ ধৈর্য না থাকলে শিখতে পারবেন না ।
৫৩. ফরেক্স মার্কেটে অধৈর্যশীলদের টাকা ধৈর্যশীলদের পকেটে যায় ।
৫৪. গরীবেরা ফরেক্সে আসবেন না । বিশেষ করে যাদের লস খাওয়ার মন-মানসিকতা নেই তারা ফরেক্সে আসবেন না।
৫৫. ফরেক্স এ কেউ ১০০% সফল নয় । তাই আপনিও ১০০% সফল হতে পারবেন না। সর্বোচ্চ ৮০% সফল হলেই আপনি একজন সফল ট্রেডার । Forex Learn BD
৫৬. সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা সবসময় মনে রাখুন। একদিনেই সব খেতে যাবেন
৫৭. অল্পবিদ্যা ভয়ঙ্করী । তাই সেল-বাই শিখেই রিয়েল ট্রেড করবেন না।
৫৮. কমপক্ষে ৩ মাস টানা ডেমোতে প্রফিট করলেই কেবল ক্ষুদ্র অঙ্ক দিয়ে রিয়েল ট্রেড শুরু করতে পারেন ।
৫৯. প্রথমেই ফরেক্সকে পেশা হিসেবে নিবেন না ।
৬০. ফরেক্সকে জানুন ও শিখুন। কখন সেল, কখন বাই আর কখন ট্রেড করবেন না তা ভালোভাবে আয়ত্ব করুন। Forex Learn BD
৬১. ইন্ডিকেটরগুলো হচ্ছে Secondary Tools তাই অপনি নিজেই ইন্ডিকেটর হোন।
৬২. অন্যের সিগনাল ফলো করবেন না। যতদিন পর্যন্ত আপনি সিগনাল না শিখবেন ততদিন আপনি একজন সফল ট্রেডার হিসেবে গণ্য হবেন না।
৬৩. ক্যান্ডেলস্টিকগুলো আয়ত্ব করুন। ক্যান্ডেলস্টিক ছাড়া ফরেক্স এর টেকনিক্যাল এ্যানালাইসিস অচল ।
৬৪. প্রাইস এ্যাকশন, পিনবার ইত্যাদি প্রধান প্রধান ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলগুলো ভালোভাবে চিনুন ও প্রয়োগ করুন ।
৬৫. মনে রাখবেন, ফরেক্স-এ আপনি যা বিনিয়োগ করবেন তাই লস হবে কিন্তু প্রফিট আনলিমিটেড ।
৬৬. ফ্রিল্যান্সিং-এর মধ্যে একমাত্র ফরেক্সই সম্ভাবনাময় সেক্টর।
৬৭. ফরেক্স একটি ব্যবসা এটা সবসময় মনে রেখে ট্রেড করবেন। তাই লাভ বা লস এখানে থাকবেই ।
৬৮. ফরেক্স এর উপর বেশী বেশী বই পড়ুন। যাদের 'পড়াশোনার মন-মানসিকতা নেই তারা ফরেক্সে আসবেন না।
৬৯. একটি বই পড়েই ফরেক্সে সফল হওয়ার আশা করবেন না,
৭০. ডিটারমিনেশন এবং নলেজ হচ্ছে মাকেটে সফল হওয়ার চাবিকাঠি।
৭১. নবীনদের মোবাইলে ট্রেড না করাই ভালো।
৭২. টার্গেট পূরণ হলে সেদিনের মতো এমটি৪ প্লাটফর্ম বন্ধ করে রাখুন ।
৭৩. হার্ট-এর রোগীদের ফরেক্স করা যাবে না। বড় পরিমাণের লস হলে হার্ট অ্যাটার্ক বেড়ে যাবে। কারণ এটা ঝুঁকিপ্রবণ ব্যবসা। লস হতেই পারে। |
৭৪. স্ক্যাল্পিং এর ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ২-৫টি ট্রেড করতে হবে।
৭৫. লং ট্রেড এর ক্ষেত্রে সপ্তাহে ২-৩টি ট্রেড করা যেতে পারে ।
৭৬. পরপর ২-৩টি ট্রেড লস হলে সেদিন আর ট্রেড করবেন না।
৭৭. ট্রেড নেয়ার পর একটু বা ১০/২০ পিপস বিপরীতে গেলেই ট্রেড কেটে দেয়া যাবে না। যদি তা ট্রেন্ডের দিকেই থাকে। ৭৮. কোন ট্রেডে লস হলে ইক্যুইটি বেশী থাকলে লস রিকভার করার জন্য মারটিঙ্গেল থিউরি প্রয়োগ করা যেতে পারে।
৭৯. নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করা যাবে না ।
৮০. শুধু টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল এ্যানাইলাইসিস করেই ট্রেড করা যাবে না। বরং দুটো এনালাইসিসই এক সাথে করে ট্রেড নিন ।
৮১ সাপ্লাই জোন ও ডিমান্ড জোন যা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলে পাওয়া যায় তা চিহ্নিত করে ট্রেড করতে হবে। আপনি কখন সেল বা বাই করবেন সেটা আগে থেকেই জানার চেষ্টা করুন।
৮২. বেশী ইন্ডিকেটর ফলো করবেন না। একটি থেকে দুটি ইন্ডিকেটরেই এক্সপার্ট হউন ।
৮৩. ট্রেন্ড লাইন ও ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ড্র করে ট্রেড নিতে শিখুন । ৮৪. ফরেক্স এ ট্রেড করার আগে- সাপোর্ট-রেসিস্ট্যান্স আঁকা, ট্রেন্ড লাইন আঁকা, চ্যানেল আঁকা, ফিবোনাচ্চি আঁকা এবং ক্যান্ডেলস্টিক-এর পিনবার, সুইং, ফলস ব্রেক, হাইয়ার হাই- হাইয়ার লো, লোয়ার হাই-লোয়ার লো ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট ভালোভাবে শিখুন ও আয়ত্ব করুন ।
৮৫. স্ক্যাল্পিং-এর ক্ষেত্রে প্রতিবার নতুন ১ আওয়ার ও ৪ আওয়ার টাইমফ্রেম লক্ষ্য করুন। ৪ আওয়ার-এ সাপোর্ট-রেসিস্ট্যান্স ড্র করে ১৫ মিনিট টাইমফ্রেমে ট্রেড করতে পারেন।
৮৬. পিভট পয়েন্ট ক্যালকুলেশন করা শিখুন ও সেটা ফলো করুন ।
৮৭. স্ক্যাল্পিং এর ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম এবং লং ট্রেডের ক্ষেত্রে লং করুন। Forex Learn BD
৮৮. হাই ইম্পেক্ট নিউজের সময় লো ব্যালেন্স নিয়ে ট্রেড না করাই ভালো। ব্যবহার
৮৯. রেঞ্জিং এরিয়া মার্কেটে স্ক্যাল্পিং করা সুবিধাজনক। সেক্ষেত্রে নিউজের সময় নিউজ এফেক্ট শেষ হয়ে গেলে ট্রেড করবেন।
৯০. ফরেক্স ট্রেড মেধা এবং প্রপার নলেজ ছাড়া হয় না । তাই সঠিক প্রশিক্ষণ ছাড়া রিয়েল ট্রেড করা যাবে না।
৯১. ফরেক্স রোবট বা ইএ ব্যবহার করে ট্রেড করা যাবে না। এতে ৯ দিন লাভ হবে কিন্তু ১০ম দিনে একাউন্ট জিরো হবে । ৯২. রিয়েল ট্রেড করতে যদি ভয় লাগে তাহলে বুঝতে হবে আপনার প্রশিক্ষণের অভাব রয়েছে ।
৯৩. ফরেক্স ট্রেড করতে বেশী ভয়ও করা যাবে না আবার বেশী সাহস বা আত্মবিশ্বাস থাকা যাবে না।
৯৪. একাউন্ট রিভার্স বা হেজিং করা যাবে না। অর্থাৎ সেল/বাই সমান করে ট্রেড নেওয়া যাবে না ৷
৯৫. ২/৩টি একাউন্ট থাকা ভালো। একটিতে স্ক্যাল্পিং আর অন্যটিতে লং ট্রেড করতে পারেন ৷
৯৬. বারবার পজিশন চেন্জ করা যাবে না।
৯৭. ফরেক্স ট্রেড করতে হবে খুবই ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করে। মাথা গরম করে বা রাগ করে বা জেদ করে ফরেক্স ট্রেড করা যাবে না ।
৯৮. নিরিবিলি পরিবেশে ট্রেড করা উচিৎ । ৯৯. সারাদিন টার্মিনালের সামনে বসে থাকা যাবে না।
১০০.একটি ট্রেড ক্লোজ করার পর সাথে সাথে আরেকটি ট্রেড নেওয়া যাবে না। পুনরায় ট্রেড নেওয়ার আগে অপেক্ষা করতে হবে ও আবারও এনালাইসিস করতে হবে।
১০১. ট্রেডিং চেকলিস্ট বা প্রারম্ভিক পরিকল্পনা করে ট্রেড করুন । ১০২.১০০% নিশ্চিত প্রফিট এই ধরনের বিজ্ঞাপন আকৃষ্ট হয়ে ফাঁদে পা দিবেন না । ১০৩. ভালো এবং ট্রাস্টেড ব্রোকার নির্বাচন করুন। ইসিএন ব্রোকার ও একাউন্টে ট্রেড করুন।
১০৪. আপনি যে ব্রোকারে রিয়েল একাউন্ট খুলবেন সে ব্রোকারের এগ্রিমেন্ট আগে জানুন । ব্রোকারের রেগুলেশন জানুন, লো স্প্রেড, ডিপোজিট এন্ড উইথড্র ফ্রি ব্রোকারে ট্রেড করুন।
১০৫. নিজের ট্রেডিং একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করবেন না।
১০৬. নিজের অনলাইন পেমেন্ট মেথড একাউন্ট ছাড়া অন্য কারো একাউন্ট দিয়ে ডিপোজিট ও উইথড্রো করবেন না ।
১০৭. কারো দেখাদেখি ট্রেড নিবেন না। দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে।
১০৮. সোয়াপ ফ্রি বা সুদমুক্ত একাউন্টে ট্রেড করুন । সোয়াপ বা সুদ গ্রহণ করবেন না।
১০৯. স্লিপেজ, রিকোর্ট, স্পাইক ট্রেড সম্পর্কে জানুন। কারণ এগুলি সাধারণত নিউজের সময়ে ঘটে থাকে ।
১১০. কোন নিউজে কি ইফেক্ট হয় সে সম্পর্কে ধারণা না রেখে নিউজের সময় ট্রেড না করাই ভালো।
১১১. ব্যালেন্সের অতিরিক্ত মুনাফা উইথড্র বা ইন্টারন্যাল ট্রান্সফার করে রাখুন । ১১২. স্বাস্থ্য খারাপ হবে এমন কোন ট্রেডিং করা যাবে না। অর্থাৎ রাত জেগে ট্রেড করা যাবে না ।
১১৩. প্রতিদিনের হাই ও লো হিসাব করে সেই দিনের হাঁই ও লো-তে ট্রেড করা যাবে না। অর্থাৎ, মাছের মাথা ও লেজ খাওয়া যাবে না ।
১১৪. ঋণ করে ফরেক্স এ ইনভেস্ট ও ট্রেড করা যাবে না। ঋণ পরিশোধ করার তাগিদে মাথায় চাপ হবে এবং লস হবে। | ১১৫, মার্কেট নামাতো নামছেই বা উঠছে তা উঠছেই এটা মনে করে ট্রেড নেওয়া যাবে না। কারণ মার্কেট ব্রেক করে বিপরীত দিকে যেতে থাকবে ।
১১৬. মার্কেট খুব মুভ হলো কিন্তু ট্রেড করতে পারলাম না এই আফসোস করা যাবে না। কারণ মার্কেট প্রতিদিনই মুভ হয় । তাই আফসোসের কিছু নেই । আজ নয় কাল; কাল নয় পরশু সুযোগ নিয়ে ট্রেড করুন । Forex Learn BD
১১৭. মার্কেট হঠাৎ উঠলে বা নামলে সেটা সেখানে স্থির থাকে না। রিট্রেস বা কারেকশন হয়, তাই এটার সুযোগ নিতে পারেন ।
১১৮. মার্কেট যখন রি-টেস্ট হয় তখন ট্রেড নেওয়ার সুযোগে থাকুন। কারণ তখন ট্রেড নিলে লস হওয়ার ভয় কম থাকে।
১১৯. আপনার লক্ষ্য পরিকল্পনা। আপনার পরিকল্পনা লাঠি ৷
১২০. আপনার প্রয়োজন এবং প্রত্যাশা অনুযায়ী আপনার অ্যাকাউন্টের ধরন, এবং লিভারেজ অনুপাত বাছাই করুন। ১২১. ছোট পরিমাণ শুরু করুন, বৃহত্তর আমানত দ্বারা নয় জৈব লাভের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের আকার বাড়ান |
১২২. নোট নিন। আপনার সাফল্য এবং ব্যর্থতা অধ্যয়ন।
১২৩. ফরেক্স রোবট, আশ্চর্য পদ্ধতি এবং অন্যান্য সাপ তেল পণ্য উপর নির্ভর করবেন না।
১২৪. বাজারের দাম, মূলধন, এবং মূল্য কর্মের নেতৃত্বের কারিগরি বিষয়গুলি অধ্যয়ন করুন।
১২৫. আপনার অভিজ্ঞতা শেয়ার করুন । আপনার নিজের রায় অনুসরণ করুন।
Comments
Post a Comment