KHOLAKHULI BOLTE GELE ( খোলাখুলি বলতে গেলে ) LYRICS - Raja Rani Raji | Bonny, Rittika,Raj Barman
খোলাখুলি বলতে গেলে Lyrics
খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন , ভীষণ রকম ,অথৈ জলে ! - [ ২ বার]
সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !
খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন , ভীষণ রকম ,অথৈ জলে ! - [ ২ বার]
কপাল গুনে , পেয়েছি তোকে সেই সব দিনে ,
যখন খালি বৃষ্টি ছাড়া , ছিলনা উপায় !
হো ... ও... একসাথে চল ,
পেরিয়ে যাবো জমানো জল ,
পথের ধারে পা ডুবিয়ে ,
কোথায় কোথায় .... !
সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !
খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন,ভীষণ রকম ,অথৈ জলে !
বলা কওয়া,পেরিয়ে গেছি ধরা ছোঁয়ার ,
বাইরে এসে ধরা দে তুই , চুপটি করে !
ও... নিঝুম রাতের , জোছনা হয়ে আমার হাতে ,
পরে যায় সে নিজের মতন ,আমার ঘরে ...
সাঁতার কেটেছি , ঘুমিয়ে হেঁটেছি ,
এতটা ডুবেছি , তোরি তো কারণে ,
তোকে ভালো বাসতে গিয়ে ... !
খোলাখুলি বলতে গেলে ,
পরে গেছি তোর কবলে ,
তলিয়েছে মন,ভীষণ রকম ,অথৈ জলে !
Comments
Post a Comment