ব্লাড প্রেসার বা রক্তচাপ একজন সুস্থ মানুষের কত থাকা উচিত এমন প্রশ্ন নিয়ে নানা বিতর্ক রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, একজন সুস্থ মানুষের রক্তচাপ ১২০/৭০ থাকা ভালো। অর্থাত্ সিস্টোলিক ব্লাড প্রেসার ১২০ এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ৭০ মিলিমিটার অব মার্কারি থাকা উচিত। তবে সম্প্রতি এক গবেষণায় উল্লেখ করা হয়েছে যদি সিস্টোলিক ও ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে অথবা শুধু ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে তা হলে হূদরোগের ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞগণ ১২০/৮০-এর নিচে রক্তচাপ থাকাকে স্বাভাবিক বা হেলদি বলে উল্লেখ করছেন। আর ব্লাড প্রেসার ১৪০/৯০-এর ওপর থাকলে তা হূদরোগের জন্য ঝুঁকিপূর্ণ।
সাধারনভাবে বলা হয়, যদি কোনও ব্যক্তির উভয় বাহুতে রক্তচাপ ১৪০/৯০ টর (টর চাপের একটি একক) অথবা এর উপরে থাকে, তাহলে সেটাকে উচ্চ রক্ত চাপ বলা যেতে পারে। আবার রক্তচাপ ১৩৯/৮৯ টর থেকে ১২০/৮০ টর হলে সেটাকে প্রিহাইপারটেনশন বলা হয়। প্রিহাইপারটেনশন কোন রোগ নয়, কিন্তু প্রিহাইপারটেনশন আছে এমন ব্যক্তির উচ্চড়ক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। আবার, ডায়াবেটিস অথবা কিডনী রোগীদের ক্ষেত্রে, ১৩০/৮০ টরের অধিক রক্তচাপ হলেই সাবধান হতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনে চিকিৎসা শুরু করতে হবে।
লো প্রেসার বলতে সাধারণত সিস্টোলিক রক্তচাপ ৯০ মি.মি মার্কারি ও ডায়াস্টোলিক রক্তচাপ ৬০ মি.মি মার্কারির নিচে হলে তাকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার বলে থাকি।
 
 
 
 
 
Leave a Comment