ল্যাপটপে Windows দেওয়ার নিয়ম Model:
ASUS X441U
প্রথমে কম্পিউটারে Windows Disk ঢুকাতে হবে।
কম্পিউটার Restart দিতে হবে। তারপর কিবোর্ড থেকে ESC+F2 কি চাপতে থাকতে হবে।
এরপর Boot Menu তে ক্লিক করতে হবে।
তারপর ৩টা অপশন আসবে সেখান থেকে P1:HL-DT-SL DVD Ram সিলেক্ট করতে হবে।
তারসাথে সাথে সেকোনো Key চাপতে হবে। সেক্ষেত্রে Speach কি চাপলে সবচেয়ে ভালো হয়।
এরপর Window 64bit Select করতে হবে।
তারপর Custom: Install Windows Only( Advanced) সিলেক্ট করতে হবে।
এরপর সাবধানে কাজ করতে হবে। কারণ এখন C Drive Format করতে হবে। এক্ষেত্রে আমার C Drive হচ্ছে Drive 0 Partition1
এরপর Format এ ক্লিক করে C Drive Format করতে হবে।
তারপর Windows Setup হতে থাকবে।
Partition: GPT
Leave a Comment