Google Map এর খুঁটিনাটি


যে যে বিষয়গুলো আলোচনা করা হবে।

* Google Map এর গুরুত্বর্পূণ Settings 

যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব বের করব এবং যেভাবে যাব তা  সে সম্পর্কে বিস্তারিত আলোচনা।

Best Travel Mode


* যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব বের করব এবং যেভাবে যাব তা  সে সম্পর্কে বিস্তারিত আলোচনা।


* Best Travel Mode+ Transit ২টা mode ব্যবহার করে কিভাবে নির্দিষ্ঠ Destination এ যাওয়া যায়।

1. প্রথমে  Direction Click করতে হবে।


তারপর Location এর জায়গায় বর্তমান Location দিতে হবে।

অথবা যে জায়গা থেকে যেতে চাই সেই জায়গায় নাম দিতে হবে।



তারপর Destenation এর জায়গায় যে জায়গায় যেতে চাই সেই জায়গার নাম দিতে হবে।

যেমনঃ

Location থেকে যাওয়ার সাধারণত ৪ টি Way থাকে।


1. Best Travel Mode   

2. Driving  

3. Transit 

4. Walking



*প্রথমে Best Travel Mode নিয়ে আলোচনা করা যাক


Best Travel Mode এর মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে।

  1. এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব+ উক্ত স্থানে যেতে কত সময় লাগবে সেটা জানা যাবে এবং কোন সময়ে গিয়ে কাঙ্খিত স্থানে পৌঁছাবো সেটাও জানা যাবে।


  1. রাস্তার মধ্যে ট্রাফিকের কি অবস্থা সেটা সম্পর্কে জানা যাবে। অর্থাৎ কোনো জায়গায় যদি জ্যাম থাকে তা সরাসরি জানতে পারা যাবে।


Red জায়গা গুলোতে বেশি পরিমানে জ্যাম থাকে। Yellow জায়গা গুলোতে কম জ্যাম রয়েছে। Blue জায়গা গুলোতে কোনো জ্যাম নেই।

  1. আশেপাশের মধ্যে যদি কোনো জায়গায় থাকে তা জানা যাবে




  1. কাঙ্খিত জায়গায় যেতে যে যে মোড় নিতে হবে।


  1. কাঙ্খিত জায়গায় যাওয়ার জন্য যদি Google Map থেকে কোনো ছবি দেওয়া থাকে সেই ছবি দেখে দেখে গন্তব্য স্থানে যাওয়া যাবে।

  1. Share Trip Process দিয়ে বর্তমানে যেভাবে যাচ্ছি তা অন্যকে শেয়ার করা যাবে।


Search Along Route দিয়ে গন্তব্য স্থানে যেতে কোনো কিছুর দরকার হলে উক্ত রাস্তার কোন জায়গায় অবস্থিত তা সম্পর্কে জানা যাবে।


Directions এ ক্লিক করলে গন্তব্য স্থানে যেতে যে যে মোড় নিতে হবে তা সম্পর্কে স্পর্ষ্ট জানা যাবে।

Show Satellite Map এর মাধ্যমে ক্লিয়ার ম্যাপ জানা যাবে।



ক্লিক করলে বর্তমান জায়গা থেকে গন্তব্য স্থানের Display দেখাবে। 

আবার Default View এর ক্লিক করলে বর্তমানে যে জায়গা থেকে যাচ্ছি তা দেখাবে।










কম্পাসে ক্লিক করলে বর্তমানের লোকেশনের কোন দিকে কিভাবে  আছি তা জানা যাবে।


 






কম্পাসের লাল দিকটা হলো উত্তর সাইড আর সাদাটা হলো দক্ষিণ দিক।







অবস্থা অনুযায়ী কম্পাসের লোকেশন।

এখানে মূলত N5 রাস্তায় অবস্থান করছি।  এবং ১৩ কিলোমিটার পর N514 রাস্তা দিয়ে যেতে হবে।

সোজা গিয়ে র্পূব দিকে মুখ করে এগিয়ে যেতে হবে এবং তারপর ইউট্রান নিতে হবে।

ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছি তা সম্পর্কে জানা যাবে।

লাল তীর চিহ্নের দিকে ক্লিক করলে সামনে কোন জায়গায় মোড় নিতে হবে সেইখানে নিয়ে যাবে।

কিভাবে সামনের মোড়ে নিয়ে যাবে তা নিচে দেখানো হলো










এবার আলোচনা করব Transit নিয়ে। 


এখানে দেখাচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড।

নিচে যে যে বাসে করে কল্যাণপুর যাওয়া যাবে তার লিস্ট দেওয়া আছে এবং কতক্ষণ পর পর বাস ছাড়বে তাও দেওয়া আছে।  এবং কতক্ষণ সময় লাগবে গন্তব্য স্থানে যেতে সেটাও দেওয়া আছে। 

 এখানে যদি বৈশাখী পরিবহনে ক্লিক করি। তাহলে এরকম আসবে

এরপর যদি ৮টি স্টপ এগিয়ে যানে ক্লিক করি তাহলে সামনে কয়টি বাস স্টপ রয়েছে তার লিস্ট পাওয়া যাবে।



আবার যদি বৈশাখী পরিবহনে ক্লিক করি তাহলে ১ স্টপ থেকে অন্য স্টপে যেতে কত সময় লাগবে তা দেখাবে

এখানে ক্লিক করলে Live রাস্তার অবস্থা জানা যাবে


Source: Dhaka City Bus Road

https://dhakawheels.dhakato.com/view/add/search.php

http://mydigonto.com/travel/route.jsp

Apps: Dhaka City Bus Route & Service

https://play.google.com/store/apps/details?id=com.bosscodernabil.nabil.drawerlayout&hl=en&gl=US

বি: দ্র:  ঢাকা সিটিতে বর্তমান প্রতি কিলোমিটার বাস ভাড়া বিআরটিএ নির্ধারিত ১টাকা ৭০ পয়সা।







Leave a Comment