টাইম ম্যানজেমন্টে রুলস

SWAT Analysis করে নিজের জন্য কিভাবে সঠিক ক্যারিয়ার নির্বাচন করবেন?

 

নিজের ক্যারিয়ার বিল্ডআপ করার জন্য সবচেয়ে পাওয়ারফুল টুল হল নিজেকে জানা।

Selt-Mastery is a DNA of Life Mastery.

-Robin Sharma

 

নিজের গড গিফটেড পাওয়ারকে আবিষ্কার করতে পারলে আপনি নিজের লক্ষ্য খুব সহজেই খুঁজে পাবেন। এজন্য আপনাকে করতে হবে নিজের SWAT Analysis.

 

আমার SWAT Analysis করে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি -

 

S - Strengths বা শক্তি

 

আমার Strengths গুলো হল সেসব স্কিলস বা এরিয়াস যেগুলোতে আমি দক্ষ। স্বাভাবিকভাবেই এই কাজগুলো করতে আমি বেশি পছন্দ করি। আমার Strenghths এর জায়গাগুলো হল-

 

1. Creative Writing

2. Digital Marketing

3. Introvert

4. Communication Skill

5. Reading Books

 

আমাদের সবার উচিত আমাদের Strengths এরিয়াগুলোতে বেশি সময় দেয়া। কারণ এই এরিয়াগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমেই আমরা আমাদের জীবনের লক্ষ্যে পোঁছতে পারবো। আর আমার Strengths এরিয়াগুলোর জন্য কিন্তু আমি প্রশংসাও শুনে থাকি আর আমি এগুলোর উপরেই আমার ক্যারিয়ার গড়ে তুলবো। 

 

নিজেকে এই প্রশ্নগুলো করে আপনি আপনার Strenghths জানতে পারবেন -

- আপনি কোন কাজটা ভালো করেন?

- সবাই আপনাকে কোন কাজটার জন্য প্রশংসা করে?

 

তো আপনি আপনার Strengths জায়গাগুলো বের করে কাজ করা শুরু করে দেন।

 

W - Weaknesses বা দুর্বলতা বা  Work on Areas

 

এগুলো সেসব স্কিলস যেগুলোতে আমি বেশি কনফিডেন্স না এবং এগুলো করতে আমার অনেক বেশি সময় লাগে।

 

আমার  Weaknesses এর জায়গাগুলো হল -

 

1. Time Management

2. Relationship Management

3. Money Management

4. Language Skill

5. Keystone Habit

 

এই উইক এরিয়াগুলো অল্প অল্প করে চর্চার মাধ্যমে আমাকে আয়ত্তে আনতে হবে। কিন্তু Strengths এরিয়াগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি আর  Weaknesses এরিয়াগুলো সেকেন্ড প্রায়োরিটি।

 

 Weaknesses আইডেন্টিফাই করার জন্য নিজেকে এই প্রশ্নগুলো করুন -

 

- অতীতে আপনি কোন কাজগুলো কখনো শেষ করতে পারেননি?

- কোন কোন বিষয়ে আপনার আরো উন্নতি করা দরকার।

 

 

O - Opportunities বা সুযোগ

 

Opportunities হল কিছু  Eternal Factors যেগুলো আমাকে সফল হতে সাহায্য করবে। সেটা হোটে পারে কোনো জব, বিজনেস, ইন্টার্নশিপ কিংবা ক্লাব। আমার ক্ষেত্রে Opportunity হল আমার 'রোটার‍্যাক্ট ক্লাব অব ড্যাফোডিল'। আমার ক্যারিয়ারে ক্লাব আমাকে অনেক সাহায্য করবে। ক্যারিয়ারে নিজের জায়গা গড়ে তুলতে হলে আপনাকে অন্তত যেকোনো একটা Opportunity বেছে নিতে হবে।

 

আপনার চারপাশে  Opportunities গুলো আইডেন্টিফাই করতে নিজেকে এই প্রশ্নগুলো করুন -

 

- কারা আপনাকে কোনো  Opportunity অর্জন করতে সাহায্য করতে পারে ?

- একটা Opportunity পেতে হলে আপনার কী কী Skills আর  Resoursces দরকার হতে পারে।

 

T - Threats বা হুমকি

 

Threats হচ্ছে সেসব নেগেটিভ এলিমেন্ট যেগুলো আমার ক্যারিয়ারে প্রভাব ফেলতে সক্ষম। Threats এর উপর সাধারণত কারো কোনো কন্ট্রোল থাকে না। আপনাকে একটা প্ল্যানসহ যেকোনো ধরের ধাক্কা আর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।

 

আমার ক্ষেত্রে  Threats হল -

- Excessive Emotion

- Excessive Faith

- Can't say 'No'

 

Threats গুলোকে আমার লাইফ থেকে একদম বাদ দিতে হবে।

 

নিজের জন্য Threats গুলো আইডেন্টিফাই করতে নিজেকে এই প্রশ্নগুলো করুন -

- আপনার জন্য ক্ষতিকারক অভ্যাসগুলো কী কী?

- আপনার প্রতিযোগী কে বা কারা হতে পারে?

- Technology আপনার  Skills এর চাহিদার উপর কেমন প্রভাব ফেলতে পারে।

 

এখন একটা উদাহরণের মাধ্যমে আমার SWAT Analisis টা বুঝিয়ে দিচ্ছি -

 

আমার ডিজিটাল মার্কেটিং (Strenghths) এর স্কিলস বিশ্বমানের গড়ে তুলবো। এজন্য আমি অলরেডি ৭টা কোর্স করে অনেক কিছু শিখছি এবং এই শেখার ধারা অব্যাহত থাকবে। আমি আরও কিছু কোর্স করতেছি এবং কিছুদিনের মধ্যে একটা কোম্পানিতে ইন্টার্নশিপও করবো। আমি যেহেতু ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টূডেন্ট সেহেতু আপাতত কোনো পার্মানেন্ট জব করবো না যেহেতু ফিউচারে হায়ার স্টাডি কারার ইচ্ছে আছে। আমার Weaknesses এর জায়গাগুলোকে আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব যাতে সেগুলোতে ভালো করে আমার Strengths কে আরও শক্তিশালী করতে পারি। আমার Opportunity অর্থাৎ ক্লাবে আমি আরও বেশি বেশি সময় দিয়ে ক্লাবের অগ্রগতিতে সাহায্য করার চেষ্টা করব এবং ক্লাবে আমার একটা ভ্যালু তৈরি করব। আর সবশেষে আমার Threats গুলোকে আমার লাইফ থেকে একদম বাদ দিতে হবে।

 

IF YOU DOESN'T CHALLENGE YOU, IT DOESN'T CHANGE YOU.


Leave a Comment