১০টি অবস্থান ঠিক থাকলে বুঝবে তোমার জীবন খারাপ যাচ্ছে না।

১. তোমার মাথার ওপর ছাদ আছে বসবাসের জন্য

২. তুমি সময় মতো খেতে পাচ্ছো

৩. তুমি সুস্থ আছো

৪. পরিষ্কার পানি পাচ্ছো

৫. অন্যের ভালোর জন্য দোয়া করতে পারছো

৬. কেউ তোমাকে যত্ন করে

৭. তুমি তোমার ভালোর জন্য কিছু করতে পারছো

৮. তোমার পরিষ্কার জামা কাপড় আছে।

৯. তোমার স্বপ্ন আছে

১০. তুমি ভালোবাসতে জানো


Leave a Comment