Primacap 500mg & 1000mg 

Evening Prime Rose

Essential fatty acid এর পরিমাণ বেড়ে যায় যা শরীরের জন্য খুবই উপকারী। 

Indication:

১। মাসিক অনিয়মিত  হয়।

২। গেটোবাত

৩। Dry Skin হলে

৪। allergic symptoms 

Arthritis Hair Fail

মাসিকের কারণে স্তনে ব্যথা হলে। 
বা এমনিতে ব্যথা হলে।

মাসিকের অনিয়ম বা জটিলতা। 

বুকের দুধ কমে গেলে কমে গেলে এটা খাওয়ার মাধ্যমে কোয়ালিটি বাড়ানো সম্ভব। 

সহায়ক  ট্রিটমেন্ট হিসেবে কাজ করে 

রিউমাটয়েড আর্থ্রাইটিসে ক্ষেত্রে। 

Skin শুষ্ক হয়ে গেছে সেক্ষেত্রে দেওয়া যাবে। 

চুল উষ্কখুষ্ক হয়ে গেলে দেওয়া যাবে। 

Dose: 

500mg
1+0+1 (14 Days) কিশোরী মেয়েদের ক্ষেত্রে। 

Adult: 500mg/1000mg

1+0+1 (7-14 days)
খাবারের পর।

Pregnancy Safe

Lactative Mother দের জন্য Safe.

Leave a Comment