The Art Of Personal Finance Management

‌নি‌জের খরচ চালা‌নোর জন‌্য 5-6 মা‌সের অ‌গ্রিম টাকা সবসময় জমা ক‌রে রাখা। উদাহরণ অামার মা‌সিক খরচ য‌দি 10,000 টাকা হয় তাহ‌লে 6 মা‌সে হ‌বে 1000*6=60,000/- 
এই টাকাটা কো‌নো জায়গায় বি‌নি‌যোগ বা কাউ‌কে ধার দেওয় যা‌বে না। এ‌টি এমন এক‌টি জায়গায় রাখ‌তে হ‌বে যা‌তে ক‌রে তা প্রয়োজ‌‌নের সময় ব‌্যবহার করা যায়। সেই ক্ষে‌ত্রে সব‌চে‌য়ে ভা‌লো অপশন হ‌চ্ছে ব‌্যাং‌কে 1-3  মা‌সের ‌ডিপ‌জিট ক‌রে রাখা যা 3 মাস পরপর অ‌টো ‌রিনাউ হ‌বে। অথবা Saving Account এ টাকা সব-সময় রাখা। 
‌যে ‌যে ক্ষে‌ত্রে টাকা ব‌্যবহার  করব:
1. য‌দি চাকুরী চ‌লে যায়।
2. য‌দি অসুস্থ হ‌য়ে প‌রি।
3. অথবা বড় কো‌নো ঝা‌মেলা হ‌য়ে‌ছে সে‌ক্ষে‌ত্রে যা‌‌তে ব‌্যবহার কর‌তে পা‌রি।

Leave a Comment