101. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :১) আমি সেরা। ২) আমি করতে পারি ৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে ৪) আমি জয়ী ৫) আজ দিনটা আমার
102. কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে।
103. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা।
104. প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি।
105. বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা। তুমি যখন স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। ⇾উইংস অব ফায়ার
106. বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
107. যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'
108. যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসেনা। ⇾উইংস অব ফায়ার
109. সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।
110. সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।'
111. নিজেকে কখনও একেবারে Available করে দেবেন না। Available করে দিলেই মানুষ আপনাকে সস্তা ভাববে। আপনাকে সস্তা করার অধিকার আপনার নেই।
112. মানুষের জন্যে ফ্রি কিছু করতে কয়েকবার ভেবে নেবেন। বেশিরভাগ মানুষ নিঃস্বার্থ বিষয়গুলোর মূল্যায়ন করতে পারে না। If you are good at something, never do it for free.
113. মানুষকে ভালোবাসবেন। সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন। মানুষ ঠিকঠাক জাস্টিস করতে পারে না তবে আল্লাহ তো পারেন। তিনি কখনও না কখনও আপনাকে তা বহুগুণে ফিরিয়ে দেবেনই। Man gets and forgets. Allah gives and forgives.
114. মা-বাবার হক্ব কথাগুলো আপনার জীবনের সর্বোচ্চ প্রায়োরিটি। উনাদের কখনও কষ্ট দেবেন না।
115. হারাম পথে কখনও উপার্জন কোরেন না। রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহ একটা পাখিকেও অভুক্ত রাখেন না, তিনি আপনাকেও অভুক্ত রাখবেন না। এই ২২/২৩ বছর যিনি আপনাকে না খাইয়ে রাখেননি, আগামী জীবনেও না খাইয়ে রাখবেন না৷ হয়তো প্রতি বেলা ফ্রাইড রাইস খেতে পারবেন না, অন্তত ভাত খেতে তো পারবেন। হারাম টাকায় ফ্রাইড রাইস খাবার চেয়ে হালাল টাকায় ভাত খাওয়া অনেক প্রশান্তির। মনে রাখবেন যে আল্লাহ অঢেল দেবেন সে আল্লাহর কেড়ে নিতেও সময় লাগবে না।
116. যে যোদ্ধা প্রস্তুতির সময় যতো বেশি পরিশ্রম করে ঘাম ঝরায়, যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরার সম্ভাবনা ততো কমে যায়। আর যে প্রস্তুতির সময় ঘাম ঝরায় না, তাকে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরাতে হয়। সিদ্ধান্ত নিতে হবে আমরা ঘাম ঝরাব না কি রক্ত।
117. আল্লাহ ভাঙা জিনিসগুলোকে অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টি ঝরান। মাটিকে ভেঙে বের করে আনেন ফসল। ফসল ভেঙে বীজ। আর সে বীজ ভেঙে হয় চারা। সেই চারা থেকে একদিন মহীরুহ।
যদি নিজেকে কখনও ছিন্নভিন্ন মনে হয় তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন।
118. তুমি তোমার মতো হও , সবাই যে যার মত হয়ে গেছে । Oscar wild
119. তুমি সেই মানুষটির মতই হতে চাও যেই মানুষটি তুমি নিজে হতে চেয়েছো।
রালফ অয়াল্ডো
120. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত। শেখ সাদি
121. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু|
122. পথের সম্বল অন্যের হাতে রাখিও না|
123. স্ত্রী লোককে বেশী বিশ্বাস করিও না|
সন্দীপ মহেশ্বরীর সেরা অনুপ্রেরণামূলক উক্তি
124. সাফল্যের জন্য কেন ব্যর্থতা প্রয়োজন:
সফলতা আসে অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা হয়, সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে।
125. লোকের কথায় কান দেওয়া:
সবচেয়ে ভয়ংকর রোগ হচ্ছে- মানুষ কি বলবে এটা ভাবা।
126. যদি তোমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু থাকে,
তাহলে তা এমন মানুষদের সাথে শেয়ার কর, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।
127. নিজের প্রতি বিশ্বাস:
ঠিক যখন থেকে তুমি নিজেকে নিজে গুরুত্ব দিতে পারবে, সারা পৃথিবী তখন থেকে তোমাকে গুরুত্ব দিবে।
128. জীবনের গুরুত্ব নিয়ে:
সবসময় একটা কথা মনে রাখবে, তুমি তোমার সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি বড়।
129. নিজের ভেতরের শক্তিশালী মানুষটা:
যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো, যে তোমার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও। মানুষটা পেয়ে যাবে।
130. শেখার গুরুত্ব নিয়ে:
সবসময় শিখতে থাকো, যে শিখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত।
131. নিজের ভাল দিকগুলো থেকে অনুপ্রাণিত হওয়া:
ব্যর্থতার জন্য নিজেকে তিরস্কার করা বন্ধ করো। তুমি যা অর্জন করেছো, তার জন্য নিজেকে অনুপ্রাণিত করো।
132. তুমি যা চাও, তার সবই তোমার ভেতর আছে। নিজের ভেতরটা খুঁজে দেখো, পেয়ে যাবে।
133. চিন্তাকে নিয়ন্ত্রন করা:
তোমার চিন্তাকে নিয়ন্ত্রন করতে শেখো, অন্যথায় চিন্তা তোমাকে নিয়ন্ত্রন করবে।
134. কর্ম এবং পরিকল্পনা একসাথে:
পরিকল্পনা ছাড়া কাজ এবং কাজ ছাড়া পরিকল্পনা করা তোমাকে ১০০% ব্যর্থ করবে।
135. ভালবাসার কাজ:
নিজের পছন্দের কাজ করতে কখনো ভয় পাবে না।
136. জীবনের বাস্তবতা:
সফলতা সবসময় লুকিয়ে লুকিয়ে আসে, কিন্তু ব্যর্থতা সবার সামনে গালে চর দিয়ে আসে।
137. কোন একটি কাজে নামার আগে ভাবুন:
হাজারটা কারণ নয় বরং এমন একটি বড় কারণ খুঁজে বের করো, যার জন্য তুমি কোন একটি কাজ করতে চাও।
138. সফলতা আসলে কি:
তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া।
139. কেন নিজেকে আরও বেশি শক্তিশালী করতে হবে:
তোমাকে শক্তিশালী হতে হবে অন্যদের হারিয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে শক্তি অর্জন করতে হবে যেন অন্যারা তোমাকে হারাতে না পারে।
140. তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো , যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে ।
Martin Luther King Jr.
141. একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।
Swami Vivekananda
142. সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।
Brian Tracy
143. হার মেনো না । আজকের দিনটা কঠিন , কাল হবে অন্ধকার , কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে ।
Jack Ma
144. কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় , কোন বাধাই তোমাকে থামাতে পারবে না ।
Elon Musk
145. যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে , তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট ।
Azim Premji
Leave a Comment