দোয়া কবুলের বিশেষ পবিত্র ৫ রাত্রি

 “নিশ্চয়ই পাঁচ রাত্রি মুবারকে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে।" 
(১) রজব মাস উনার প্রথম রাত্রি মুবারকে, 
(২) পবিত্র লাইলাতুল বরাত উনার রাত্রি মুবারকে, 
(৩) পবিত্র শবে ক্বদর উনার রাত্রি মুবারকে, 
(৪) পবিত্র ঈদুল ফিতর উনার  রাত্রি মুবারকে, 
(৫) পবিত্র ঈদুল আদ্বহা উনার রাত্রি মুবারকে।” 
সুবহানাল্লাহ!
উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বৎসরের পাঁচ রাত্রি মুবারকে বিশেষভাবে মহান আল্লাহ পাক তিনি দোয়া কবুল করে থাকেন। পবিত্র ঈদুল ফিতর উনার  রাত্রি মুবারকে, হচ্ছে  তারমধ্যে এক বিশেষ রাত। সুবহানাল্লাহ! এই রাত্রে মহান আল্লাহ পাক তিনি বান্দা ও উম্মতের সমস্ত দোয়াই কবুল করে থাকেন। 
কাজেই মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেন যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম সাইয়্যিদুনা হযরত মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার উসীলা মুবারকে সমস্ত জিন ইনসানকে এই রাত্রি মুবারকে যথাযথভাবে খালিছ ইস্তেগফার ও দোয়া করার তাওফীক দান করেন। আমীন!

Leave a Comment